প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২১, ২০২৫ সময়ঃ ১১:০৭ পূর্বাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

আগ্রাসনবিরোধী আন্দোলনের মহানায়ক ও বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর মাগফেরাত কামনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের জামতলা মোড়স্থ কার্যালয়ে পৌর জামায়াতের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করে।

পৌর জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের এমপি প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাগলা থানা শাখা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, পাগলা থানা জামায়াতের সহকারী
সেক্রেটারি এডভোকেট আতিকুর রহমান হিরাসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ শরীফ ওসমান হাদীর সংগ্রামী জীবন, আদর্শ ও আগ্রাসন বিরোধী আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

হাদির হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সভায় বক্তারা আরও বলেন- সরকার ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
শেষে মরহুম হাদির আত্মার মাগফেরাত কামনা, শাহাদাতের মর্যাদা লাভ এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
####

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com