প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৮, ২০২৫ সময়ঃ ১:৩৪ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দায় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় এক মটরসাইকেলে আরোহী নিহত হয়েছে। নিহত মটরসাইকেলে আরোহীর নাম মোস্তাফিজুর রহমান(৪৫)। সে তারাকান্দা ইউনিয়নের মধুপুর গ্রামের আঃ মতিন আকন্দ ওরফে মতলি মেম্বারের ছেলে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ময়মনসিংহ–হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর গামী শামীম এন্টারপ্রাইজ লিমিটেডের একটি যাত্রীবাহী বাস বটতলা এলাকায় মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমানকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমদ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-হাসপাতালে নেওয়ার পথে আহত মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি থানা হেফাজতে আনা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

