প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৭, ২০২৫ সময়ঃ ৯:০১ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টায় দিকে গফরগাঁও পৌরশহরে জামতলা মোড় থেকে এ বিজয় র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জামতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মোঃ মাইনুদ্দিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, পৌর শাখার সভাপতি তানভীর আহমদ খলিল ও সেক্রেটারি আশফাক আহমেদ খান রাহাত প্রমূখ।
####

