প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৬, ২০২৫ সময়ঃ ৭:১৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টায় গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা ও সভা অনুষ্ঠিত হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এবং সাংবাদিক রোবেল মাহমুদ ও শিক্ষক হাবিবুর রহমান কাজলের যৌথভাবে সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, পাগলা থানার নবাগত ওসি মোঃ আমিনুল ইসলাম, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ মশিউর রহমান, গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ।
####

