প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৬, ২০২৫ সময়ঃ ৪:৩৯ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোর কাউন্সিলের আয়োজনে সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পশুপালন অনুষদের ডিন এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রুহুল আমিন।
বাকৃবি শিশু-কিশোর কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মো. সামছুল আলমের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক। পরে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. মাসুম আহমাদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

