প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৬, ২০২৫ সময়ঃ ২:৩৬ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালে টানা নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালির লালিত স্বাধীনতা চূড়ান্ত রূপ পায়। দিবসটি উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের সাথে সামঞ্জস্য রেখে একগুচ্ছ কর্মসূচি হাতে নেয় ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)।

১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা বিধি অনুযায়ী ১০:৬ অনুপাতের সঠিক মাপ ও রঙের পতাকা উত্তোলন করা হয়। এরপর আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মোঃ মাসুদ মিয়ার নেতৃত্বে যথাযথ মর্যাদায় ময়মনসিংহ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণ করা হয়।

এরপর অত্র অফিসের কনফারেন্স রুমে উপপ্রধান তথ্য অফিসার মোঃ মাসুদ মিয়ার সভাপতিত্বে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়াও নিয়মিত কার্যক্রম হিসেবে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সরকারি দপ্তরের জনগুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলোর মিডিয়া কভারেজ দেওয়া হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com