প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৭, ২০২৫ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় একটি বাসা থেকে ঘরে থাকা ষ্টীলের আলমিরা ভেঙে ১১ ভরি ১২ আনা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চুরেরদল। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মোসলেম উদ্দিনের বাসার দ্বিতীয়তলায় ভাড়াটিয়া তৌহিদুল ইসলাম নিজের কর্মস্থলে ও স্ত্রী ফারহানা আক্তার সাথী বাচ্চাদের নিয়ে স্কলে নিয়ে যান। এ সময় সুযোগ বুঝে একটি সঙ্ঘবদ্ধ চোরেরদল ঘরে থাকা ষ্টীলের আলমিরার তালা ভেঙে ১১ ভরি ১২ আনা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তৌহিদুল ইসলাম বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শামছুল হুদা খান জানান, চুরির ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।