প্রকাশিত হয়েছেঃ মার্চ ৩১, ২০২৫ সময়ঃ ১২:৩৪ অপরাহ্ণ

Spread the love

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।

ময়মনসিংহের গৌরীপুরে নিজ  বাড়িতে ঈদ উদযাপন করতে যাওয়ার পথে বাস চাপায় প্রাণ গেল অটোরিকশায় থাকা একই পরিবারের চারজনের। আহত হয়েছেন আরো অন্তত দু’জন। নিহতরা হলেন বৃদ্ধা কুমসুমা বেগম (৯০), তার মেয়ে দিলরুবা (৪০), নিহত দিলরুবার দুই মেয়ে প্রীতি (৭) ও রীতি (১৪)। নিহত বৃদ্ধা কুলসুমার দুই নাতি মাহি ও শ্যামলী ময়মনসিংহ মেডিকেলে ভর্তি রয়েছে। তবে তারা শংকা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

রোববার (৩০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহের গৌরীপুর গৌরীপুর উপজেলার সাহেব কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ নগরীর নাটকঘর লেন এলাকা থেকে নিজ বাড়ি গৌরীপুর উপজেলার ভাঙনামারী ইউনিয়নের দুবরারচর গ্রামে ঈদ উদযাপন করতে অটোরিকশায় করে যাচ্ছিলেন একই পরিবারের ছয়জন। পথে সাহেবকাচারি এলাকায় গেলে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজন মারা যায়।

নিহতদের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় বাস ও মাহেন্দ্রের সাথে সংঘর্ষে আরো একজন নিহত

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com