প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৯, ২০২৫ সময়ঃ ৫:০২ অপরাহ্ণ
জালালুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় নাগরিক পার্টির গণ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ মার্চ)জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসন, রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয়
নেতা, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবি,
সর্বসাধারণ ও এতিমদের সাথে জাতীয় নাগরিক পার্টি জুড়ী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গণ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর সাবেক সদস্য সচিব তামিম আহমেদ, জাতীয় নাগরিক পার্টি মৌলভীবাজার জেলা প্রতিনিধি এহসান জাকারিয়া, জাতীয় নাগরিক পার্টি মৌলভীবাজার জেলা প্রতিনিধি সানায়ুল ইসলাম সুয়েজ, জাতীয় নাগরিক পার্টি মৌলভীবাজার জেলা প্রতিনিধি ফাহাদ আলম প্রমূখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুর রহমান মিসবাহ। দোয়া পরিচালনা করেন মাওঃ বেলাল আহমদ।