প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৯, ২০২৫ সময়ঃ ৪:০৮ অপরাহ্ণ

Spread the love

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়ে ১৩ তলা বর্ণালী টাওয়ার’
ছাদ থেকে পড়ে নিহত অজ্ঞাত তরুণীর পরিচয় মিলেছে।
তিনি ময়মনসিংহ মুমিনুন্নিছা কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৮টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তরুণীর নাম ত্রিপলা ভদ্র একা (২০)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বারুইপাড়া গ্রামের নেপাল চন্দ্র ভদ্র এবং লিপি দত্ত দম্পতির মেয়ে। ত্রিপলা নগরীর কালীবাড়ী কবরস্থান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতে।

এর আগে, এদিন দুপুর সোয়া ১টার দিকে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় ১৩ তলা বর্ণালী টাওয়ার ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মৃত্যুবরণ করে ওই তরুণী।

ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক সাংবাদিকদের বলেন, লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণী এই ভবনে আসা যাওয়া করতেন। প্রেমঘটিত বিষয় থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, দুপুর ১টা ১১ মিনিটে নীল জামা পরিহিত এক তরুণী ভবনে প্রবেশ করেন। পরে লিফটের মাধ্যমে ভবনের ছাদে চলে যান। দুপুর ১টা ১৪ মিনিটে এই তরুণী নিচে পড়ে যান।

ওসি আরও বলেন, তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com