প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৮, ২০২৫ সময়ঃ ৮:০০ অপরাহ্ণ
ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়ে একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে তরুণী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার(২৮ মার্চ ) দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় এলাকার ১৩ তলা ‘বর্ণালী টাওয়ার’ থেকে লাফিয়ে পড়েন বলে স্থানীয়দের বরাতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান।
মৃত ওই তরুণীর বয়স ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান , বেলা ১টার দিকে বহুতল ভবনটির ছাদে উঠে ওই তরুণী লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা’ করেন। পরে মরদেহ দেখতে ভিড় জমান লোকজন। তবে কেউ তাকে চিনতে পারেনি।
কোতয়ালী মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “তরুণীর আত্মাহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মেয়েটি কি কারণে এই ভবনটির ওপর থেকে লাফিয়ে পড়েছেন তা তদন্ত করা হচ্ছে।”
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
মোট পড়া হয়েছে: ২২