প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৭, ২০২৫ সময়ঃ ৭:৫৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে জোসনা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নিজ বসত ঘরে বিষাক্ত সাপের কামড়ে প্রাণ হারান তিনি।
নিহত গৃহবধূ উপজেলার গফরগাঁও ইউনিয়নের বসুটিয়া পশ্চিমপাড়ার গরু ব্যবসায়ী মোঃ মাইনউদ্দিনের স্ত্রী। দাম্পত্য জীবনে জোসনা বেগম তিন সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বসত ঘরের ভিতর ইঁদুরের গর্তে থাকা সাপের কামড়ে জোসনা বেগম অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।
এসময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।
#####