প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৭, ২০২৫ সময়ঃ ২:৪৮ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর এলাকায় এক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সস্তায় জমি কেনার কৌশল হিসেবে গেইটে তালা ঝুঁলিয়ে তিনটি বাড়ির ২১ টি ভাড়াটিয়া পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাড়ির মালিক ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার কাশর মৌজার ৭৭ নম্বর দাগে স্থানীয় হাজী বেলাল ফকির এবং তার ভাই প্রতিবন্ধি আইনুল ফকিরের দুই একর ৪৬ শতাংশ জমির মালিক। সেখানে বেলাল ফকিরের একটি এবং তার ভাইয়ের দুইটি বাড়ি রয়েছে। ওইসব বাড়িতে কমপক্ষে ২১ টি পরিবার ভাড়ায় বসবাস করেন। অনেক বছর যাবৎ ওইসব বাড়ির ভাড়াটিয়ারা আরিফ টেক্সটাইলের রাস্তা হয়ে তাদের কর্মস্থলে যাতায়ত করতেন। সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ রাস্তার দুই পাশে দুইটি ফটক রেখে সীমানা প্রাচীর তৈরী করে। সর্বশেষ তারা ওই ফটকে লোহার দরজা লাগায় এবং গত বুধবার (২৬ মার্চ) সকালে তাতে তালা ঝুঁলিয়ে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে দুই পাশের তিনটি বাড়ির ২১ টি ভাড়াটিয়া পরিবার।
বাড়ির ভাড়াটিয়ারা জানান, তারা ওইসব বাড়িতে বসবাস করে বিভিন্ন কারখানায় চাকরি করেন। আরিফ টেক্সটাইলের লোকজন গেইটে তালা দেয়ায় গত বুধবার সকাল থেকে তারা অবরুদ্ধ হয়ে আছেন। যাতায়াতের বিকল্প ব্যবস্থা না থাকায় তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। এমনকি নামজ পড়ার জন্য মসজিদেও যেতে পারছেন না।
হাজী বেলাল ফকির জানান, রাস্তায় তারও কিছু জমি রয়েছে। তাদের বাড়ির ভাড়াটিয়াদের চলাচলে সুযোগ দেয়ার শর্তে তিনি আফির টেক্সটাইল কর্তৃপক্ষকে তার জায়গার উপর দিয়ে রাস্তা নেয়ার সুযোগ দেন। তিনি আরো জানান, এনআর গ্রæপের সহযোগী প্রতিষ্ঠান আরিফ টেক্সটাইল কারখানাটির ঘেষা তার ও ভাইয়ের বেশ কিছু জমি রয়েছে। কোম্পানী তাদের কাছ থেকে ওই জমিটি সস্তায় কিনে নেয়ার জন্য ইতেমধ্যে দুইটি মামলা দিয়ে হয়রানী করছেন। গেইটে থাকা সিকিউরিটি গার্ডরা জানান, সুপারভাইজার তাইজুদ্দিন আহমেদ তাদেরকে তালা ঝুঁলিয়ে দেয়ার জন্য বলেছেন।
এনআর গ্রæপের সহযোগী প্রতিষ্ঠান আরিফ টেক্সটাইল মিলের জেনারেল ম্যানেজার (জিএম) নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার বশির আহাম্মেদ জানান, কোন পরিবারকে অবরুদ্ধ করা অমানবিক ও বেআইনী। গেইটে তালা দেয়ার বিষয়টি তার জানা ছিলো না।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com