প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৫, ২০২৫ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে রহস্যজনক এক অগ্নিকান্ডে প্রায় তিন একর বনভূমির গজারী ও সেগুণসহ বিভিন্ন গাছপালা পুড়ে গেছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় আগুন লাগার পর বন বিভাগের কর্মীরা প্রথমে আগুন নিয়ন্তওণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ারসার্ভিসকে জানালে দু’টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনে।
বনবিভাগ ও ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ভালুকা উপজেলার উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিটের অধিনে ডাকাতিয়া ইউনিয়নে চাঁনপুর এলাকায় গজারী বনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংরক্ষিত বনাঞ্চলটির গজারী ও সেগুণ গাছের নিচে বেত বাগান ছিলো। শুকনো পাতার স্তুপে সন্ধ্যায় আগুন লাগার খবর পায় স্থানীয় বনবিভাগ। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় বেতগাছের ভেতর দিয়ে শুকনো পাতায় আগুন ছড়িয়ে পড়লে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।
ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮ টার দিকে খবর পেয়ে দু’টি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং রাত সোয়া ৯ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, কি কারণে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
বনবিভাগের আঙ্গারগারা বিট কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, সন্ধ্যায় সময় আগুনের খবর পান তারা। আগুন লাগা স্থানটিতে গজারী ও সেগুন বাগান ছিলো। নিচে বেত বাগান ও ছোট ছোট অন্য গাছও ছিলো। শুকনো পাতার স্তুপও ছিলো। কেউ উদ্দেশ্যমূলক ভাবে তাদের সংরক্ষিত বনে আগুন লাগাতেও পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আগুন লাগার কোনো কারণ নেই। বনের ক্ষতি করার জন্যই আগুন দেয়া হতে পারে।
উথুরা রেঞ্জ কর্মকর্তা আ.ছ.ম রিদুয়ানুল হক জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা ফায়ারসার্ভিসের সহযোগীতায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ওই ঘটনায় অজ্ঞাতদের আসামী করে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com