প্রকাশিত হয়েছেঃ মার্চ ২০, ২০২৫ সময়ঃ ৭:৫৪ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ঝুঁকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে পারাপার করা হচ্ছে প্রায় ১৫ থেকে ২০ টনের মাটিভর্তি ডাম্পট্রাক। শিরোনামে অনলাইন নিউজপোর্টাল দিগন্তবার্তা ডটকমে সংবাদ প্রকাশের পর ভালুকা উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ ব্রীজপাড়ে সতর্কীকরণ সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। এর পর থেকে ভারি কোন যানবাহন ওই ব্রীজের উপর দিয়ে চলাচল করতে পারবেনা। কিন্তু দু:খ্যজনক হলেও সত্য যে, স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই নির্দেশনার তোয়াক্কা করছেনা, মাটি বহনকারী ডাম্পট্রাক চালক বা মাটি ব্যবসায়ীরা। তারা দিনে কিম্বা সারারাত ব্যাপী ২০ টনের মাটিভর্তি ট্রাক অহরহ পারাপার করে চলেছেন, স্থানীয়দের দাবি, প্রশাসনের কঠোর ব্যবস্থা না নিলে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
উল্লেখযোগ্য যে, উপজেলার গোয়ারী-ভরাডোবা সড়কের উপর নির্মিত গিলাসাঙ্গুন ব্রীজের উপর আশির দশকে ভালুকার প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলহাসউদ্দিন তালুকদারের সময় নির্মিত হয়েছিলো ওই ব্রীজটি। কিন্তু শুধুমাত্র ইট দিয়ে তৈরী হওয়ায় এমনকি আরসিসি বা কংক্রিট ব্যবহার না করার কারণে বহু আগেই তা ভারি যানবাহন ব্যবহারের অনুপযোগী হয়ে পরে ব্রীজটি।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: মাহফুজুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর ওই ব্রীজের উপর ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞামূলক সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com