প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৯, ২০২৫ সময়ঃ ৫:২৭ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও আসনের বিএনপির দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব ফজলুর রহমান সুলতানের একমাত্র পুত্র, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুশফিকুর রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে । এ ঘটনায় মুশফিকুর রহমানের অনুসারী ও বিএনপি নেতা সেলিম আহাম্মেদ গফরগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি, হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।
জিডির তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ রাত ৯টার দিকে “Mosharof Mollah” নামের একটি ফেসবুক আইডি থেকে আলহাজ্ব মুশফিকুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। এতে তার রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জিডি আবেদনকারী।
এ বিষয়ে বিএনপি নেতা সেলিম আহাম্মেদ বলেন, মোশারফ মোল্লা নামে অজ্ঞাত ওই ব্যক্তি যে কোনো সময় আবারও নেতার বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার চালাতে পারে। এতে তার রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষতি হতে পারে। তাই বিষয়টি ভবিষ্যতের জন্য থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা জরুরি বলে মনে করছি।”
এদিকে হত্যার হুমকির প্রতিবাদে গত মঙ্গলবার রাতে উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির উদ্যোগে গফরগাঁও পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। হাজার হাজার দলীয় নেতা কর্মী অংশগ্রহণে মিছিল শেষে পাটমহল দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিএনপি নেতা সেলিম আহাম্মেদ, সৈয়দ আসাদুজ্জামান সোহেল, আনসারুল হক ও আব্দুল্লাহ আল বাপ্পিসহ আরও অনেকে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরির সূত্র ধরে তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ফেসবুক আইডির প্রকৃত মালিক কে বা কারা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com