প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৭, ২০২৫ সময়ঃ ১০:৫৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৭ মার্চ) বিকেলে গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের তললী গ্রামের জনৈক ব্যক্তির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পাগলা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
####