প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৬, ২০২৫ সময়ঃ ৭:৪৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষে সালটিয়া ইউনিয়নে
মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার সালটিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধামাইল এলাকায় এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির
সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ আল ফাতাহ্ খান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার।
ইফতারপূর্ব দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়।
###