প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৩, ২০২৫ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাসিক আইন- শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এন. এম. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর গফরগাঁও ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাইদুর, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম, পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
#####