প্রকাশিত হয়েছেঃ মার্চ ১২, ২০২৫ সময়ঃ ১০:২১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষায় চূড়ান্ত চান্সপ্রাপ্ত হয়েছেন ২ জন। গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি, গফরগাঁও শাখা থেকে ২০২৪ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষায় দেন তারা। চান্সপ্রাপ্তরা হলেন- তাসবীহ জান্নাত শ্রুতি – ফেনি গার্লস ক্যাডেট কলেজ। (Index-2091000675) এবং তহির আফসার – মির্জাপুর ক্যাডেট কলেজ। (Index-1092321292)। ভালো ফলাফলের জন্য গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গফরগাঁও শাখার পরিচালক আকলিমা আক্তার সাথী। এসময় আশরাফুল আলম মানিকসহ শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
####