প্রকাশিত হয়েছেঃ মার্চ ১২, ২০২৫ সময়ঃ ৩:০১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে শহিদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সংশ্লিষ্ট পরিবার বর্গের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
গত মঙ্গলবার দুপুরে গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিভিন্ন এলাকা থেকে আগত শহিদ ৩ টি পরিবার ও আহত ১৬ টি পরিবারের সদস্যদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ শেষে নিহতদের স্মরণে মোনাজাত পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিনুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার মুখপাত্র ফয়সাল ফারনিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক মবিনুর রহমান খান ও সদস্য মাজাহার হিমেল প্রমুখ।
######