প্রকাশিত হয়েছেঃ মার্চ ১১, ২০২৫ সময়ঃ ১২:০০ অপরাহ্ণ
জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজারের জুড়ীতে মালায়ে আলা নামে একটি মসজিদ এবং বায়তুল মামুর ও সিদরাতুল মুনতাহা আল-আরাবিয়্যাহ নামে একটি ইন্টারন্যাশনাল মাদ্রাসা নির্মাণের ১৯ শতাংশ ভূমি দান করলেন বাছিরপুরের সমাজ সেবক নূরুল ইসলাম মজুমদার। তিনি ওই গ্রামের মরহুম ইয়াকুব আলীর তৃতীয় ছেলে।
এ উপলক্ষে সোমবার (১০ মার্চ) বেলা আড়াইটায় জুড়ী থানা সংলগ্ন বাছিরপুর দানকৃত জায়গায় আয়োজিত এক আলোচন সভা ও দোয়া মাহফিলে ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের সভাপতিত্বে ও জামাতা আবুল হোসেনের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট
সমাজ সেবক ব্যবসায়ী হাজী মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জুড়ী প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিট সভাপতি, নয়াদিগন্ত জুড়ী উপজেলা প্রতিনিধি এ,বি,এম নূরুল হক, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, বি এন পি নেতা
আব্দুল হেকিম, ছাত্রদল নেতা সোহেল
আহমদ, কৃষকদল নেতা হেলাল উদ্দিন প্রমূখ। উপস্থিত ছিলেন দৈনিক নিরপেক্ষ মৌলভীবাজার জেলা প্রতিনিধি জালালুর রহমান, চিনুরঞ্জন তালুকদার
(দৈনিক গণমুক্তি),সাংবাদিক নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম মজুমদার। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন খলিলুর রহমান। বক্তারা বলেন, দানশীল নূরুল ইসলাম মজুমদারের মত ওই মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজের উন্নয়নে দেশ -প্রবাসের সকলের হাতকে সম্প্রসারিত করার আহবান জানান। দোয়া পরিচালনা করেন কুলাউড়া ডিগ্রী কলেজ সাবেক ভিপি এম,কে রহমান।