প্রকাশিত হয়েছেঃ মার্চ ৮, ২০২৫ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে এনএম আব্দুল্লাহ আল মামুন কর্মস্থলে যোগদান করেছেন।
গত বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিনের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি উপস্থিত ছিলেন।
জানা যায়, এন এম আব্দুল্লাহ আল মামুন গফরগাঁও উপজেলা ইউএনও হিসেবে যোগদানের আগে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৬তম ব্যাচ (বিসিএস) ও তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি।
গফরগাঁওয়ে যোগদানের পর নবাগত উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন গফরগাঁও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীগন। এসময়
নবাগত ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুন সকলের সহযোগিতা কামনা করেছেন।
##

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com