প্রকাশিত হয়েছেঃ মার্চ ৮, ২০২৫ সময়ঃ ৭:৩২ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রাম দিয়ে উজানের ৫ গ্রামের পানি নিষ্কাশনের সিংড়া বিলের শতবর্ষী খালটি মাটি ফেলে ভরাট করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে সানি ফিড নামে একটি পোল্ট্রি খামারের বিরুদ্ধে। ফলে সানির মোড় হতে মামারিশপুর সড়কের সিংড়া খালের উপর অনুমান ৪০ ফুট দৈর্ঘের পাকা সেতুটি গুরুত্বহীন হওয়ার পাশাপাশি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে উজানের শত শত ধানি জমি অনাবাদির আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিন গিয়ে দেখা যায়, ধামশুর সিংড়া ব্রীজের উত্তরে বিলের মাঝখানে ড্রামট্রাক দিয়ে মাটি ফেলে ভরাট কাজ চলছে। কয়েক বছর আগেও শুকনো মওসুমে এখানে দিগন্তজোড়া বোরো ধানের ক্ষেত ছিলো। বৈশাখ জৈষ্ঠ্য মাসে বোরো ধান ঘরে তোলার পর বর্ষায় অথৈ পানিতে ভরে সিংড়া বিলের চারপাশ প্রকৃতির রুপরসে পরিপুর্ণ হয়ে থাকতো। জল ফসলের সিংড়া বিলের শীতল বুকে এখন ধুলি উড়া কঠিন মাটির স্তর। ধামশুর গ্রামের আহেদ আলী সেখ (৭৫) জানান, তিনি ১৫ কাঠা জমিতে বোরো আবাদ করেছেন ফ্যাক্টরীর মাটি ভরাটের কারনে শত বছরের খালটি বন্ধ হয়ে যাওয়ায় যে কোন সময় মৌসুমী বৃষ্টি হলে তাদের বোরো ধানের ক্ষেত পানির নীচে তলিয়ে যাবে। এতে তারা বোরো ধান ঘরে তুলতে পারবেন না। একই গ্রামের কৃষক দুলাল মিয়া (৬০) জানান, সিংড়া বিলের সরকারী খাল ও হালটের জমি ভরাটের কারনে উজানের প্রায় শতাধিক কৃষকের বোরো ফসল হুমকির মুখে পরবে। বর্ষা শুরু হলে খালের মুখে নতুন পানিতে এলাকার লোকাজন চার কাঠির ধর্মজাল দিয়ে মাছ ধরায় মেতে উঠতো। জালের কাঠি ও মাচা গুলি খালের মুখে স্বাক্ষী হয়ে দাড়িয়ে রয়েছে। তিনি জানান, উজানের হাজিরবাজার, মামারিশপুর, ধামশুর ও গাদুমিয়া এলাকার বেশ কয়েকটি গ্রামের বর্ষার অতিবর্ষণের পানি সিংড়া ব্রীজের নীচ দিয়ে সিংড়া খাল হয়ে ভালুকার খিরু নদীতে নামায় জলাবদ্ধতা হতে কৃষকের বোরো ধান রক্ষা পেতো। খালের উপর ব্রীজটি বিদ্যমান থাকলেও ব্রীজের উত্তরে ধানি জমিসহ খাল ভরাট হওয়ায় উজানের পানি নামার পথ বন্ধ হয়ে গেছে বলে কৃষকরা জানান। ফ্যাক্টরী কর্তৃপক্ষ বিলের পশ্চিম কিনার ধরে একটি সরু খালের মত রাখলেও তাতে পর্যাপ্ত পানি নিষ্কাশন হবেনা বলে কৃষকদের দাবী। রাকিব সরকার নামে স্থানীয় এক ব্যক্তি জানান, তাদের প্রায় দুই একর জমি ওই ফ্যাক্টরী কর্তৃপক্ দখল করে রেখেছেন। তাছাড়া তার ১৭৬ নম্বর দাগে বনবিভাগের প্রায় এক একরের বেশি জমি দখল করে রেখেছেন।
স্থানীয় কৃষকদের দাবি, ওই বিলে মাটি ভরাট করে বন্ধ হওয়া পূর্বের খালটি ভূমি প্রশাাসনের মাধ্যমে সঠিক তদন্তপূর্বক পুনরুদ্ধার করে তাদের কৃষি ফসল রক্ষায় ব্যবস্থা নেয়া হোক।
এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল জানান, গত কয়েক বছরে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় খাল বিলসহ অনেক জলাশয় ভরাট হয়েছে যা এখনও অব্যাহত আছে। ধামশুর গ্রামে সিংড়া বিলের সিংড়া খালটি ওই এলাকার পানি প্রবাহের একমাত্র গতিপথ। দীর্ঘদিন যাবৎ সানি ফ্যাক্টরী কর্তৃক ও খালসহ  বিলের ফসলী জমি ভরাট কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে জানতে সানি ফিডের মালিক কাজী শওকত হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, বিষয়টি খোঁজ নিয়ে দখলকারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com