প্রকাশিত হয়েছেঃ মার্চ ৫, ২০২৫ সময়ঃ ৪:৫৯ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন।।
কিশোরগঞ্জে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম একরাম মিয়া (৩২)।সে করিমগঞ্জ উপজেলার পূর্ব কান্দাইল এলাকার মৃত আক্কাস মোল্লার পুত্র।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, মঙ্গলবার (৪ মার্চ) বিকাল পৌনে ৪ টায় কিশোরগঞ্জ ক্যাম্পের র্যাব-১৪ এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন করিমগঞ্জ পূর্ব কান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে একরাম মিয়া কে ২৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইলসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের মূল্য পচাত্তর হাজার টাকা বলে জানান র্যাব।
র্যাব আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়েরপূর্বক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
মোট পড়া হয়েছে: ৫৮