প্রকাশিত হয়েছেঃ মার্চ ৪, ২০২৫ সময়ঃ ১০:৩০ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন।।

কিশোরগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। গ্রেফতারকৃত ডাকাতের নাম সাকিব (২০)। সে কিশোরগঞ্জ সদর উপজেলার কাঠালিয়া বন এলাকার মুর্শিদ মিয়ার পুত্র।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গোপণ সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন নগুয়া পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এরই প্রেক্ষিতে, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ  ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার ৪ মার্চ সময় রাত পৌনে এক টায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন নগুয়া পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্ততিকালে একটি ধারালো চাকুসহ সাকিব কে আটক করে এবং ডাকাতদলের অন্যান্য সদস্যগণ পালিয়ে যায়। উক্ত ঘটনায় জড়িত ডাকাতদলের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের পূর্বক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com