প্রকাশিত হয়েছেঃ মার্চ ৪, ২০২৫ সময়ঃ ৩:৫৯ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

পবিত্র রমজান উপলক্ষে বাজার দরের চেয়ে কম মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি করছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অফিস।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম এ কর্মসূচির উদ্বোধন করেন।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, প্রতি মঙ্গলবার ও বুধবার এ কর্মসূচি চলবে। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা এবং একজন ডিম ১১০ টাকায় বিক্রি হবে। এখানে একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চা এক কেজি গরুর মাংস ও এক ডজন ডিম কিনতে পারবেন। প্রতিদিন বিক্রি হবে ১ হাজার কেজি গরুর মাংস ও ১০ হাজার ডিম। পুরো রমজান মাসজুড়ে প্রতি মঙ্গলবার ও বুধবার এ কার্যক্রম চলবে।
জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, রমজান মাসে স্বল্প আয়ের মানুষ বাজারের থেকে কম দামে যেন আমিষ পণ্য মাংস ও ডিম খেতে পারে সেজন্য এই উদ্যোগ। এই বিক্রয় কার্যক্রম চলবে পুরো রমজান মাসজুড়ে। এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে অনেক খুশি ক্রেতারা। এতে তাদের বড় উপকার হয়েছে।

তবে এই কার্যক্রম সপ্তাহে তিন-চারদিন থাকলে মধ্যবিত্ত মানুষের জন্য সুবিধা হবে বলে জানান ন্যায্যমূল্যে পণ্য কিনতে আসা ক্রেতারা।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com