প্রকাশিত হয়েছেঃ মার্চ ১, ২০২৫ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ধর্ম উপদেষ্টা ড. অ ফ ম খালিদ হোসেন বলেছেন, কিংস পার্টি বিভিন্ন জনে বলে। সকলকে সমান সুযোগ দিয়ে আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করছি। আমাদের একজন উপদেষ্টা তিনি উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দিয়ে একটি নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন দির্ঘায়িত বা নির্বাচন না করে ক্ষমতা আকড়ে থাকার ইচ্ছা বর্তমান সরকারের নেই। প্রতিটি রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে আমরা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাছি। গত শুক্রবার (২৮ ফেব্রæয়ারী) রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার দক্ষিণ ধীতপুর (রাজশাহী পাড়া) জামিয়া রাহমিয়া দারুস সুন্নাহ্ মহিলা মাদরাসা ও বায়তুন নূর জামে মসজিদের উদ্যোগে মাদরাসা মাঠে অনুষ্ঠিত ৭ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের বাণিজ্য উপদেষ্টা অত্যান্ত কর্মতৎপর। রোজা উপলক্ষে আমরা খেজুরসহ বিভিন্ন নিত্য পণ্যের উপর থেকে শুল্ককর প্রত্যাহার করেছি। কেউ যদি সিন্ডিকেট করে দ্রব্যমূল্য অস্বাভাবিক করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন, দক্ষিণ ধীতপুর (রাজশাহী পাড়া) জামিয়া রহিমিয়া দারুস সুন্নাহ্ মহিলা মাদরাসার পরিচালক হযরত মাওলানা মুফতি আইয়ুব সাদেকী।