প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৭, ২০২৫ সময়ঃ ৭:১৪ অপরাহ্ণ

Spread the love
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় আইনশৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে। উপজেলার সর্বত্রই চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ও সংঘর্ষের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এতে জনমনে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এসব ঘটনায় বেশ কয়েখটি মামলা হয়েছে।
জানা যায়, গত ১৪ জানুয়ারী ভালুকা উপজেলার চাপরবাড়ি গ্রামে মাদরাসার প্রভাষক মুজহারুল ইসলাম সোহেলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ১৫-১৬ জনের একটি ডাকাতদল বাড়ির শিশুসহ অন্যন্যাদের অস্ত্রের মুখে জিম্মি করেনগদ টাকা, স্বার্ণালঙ্কার ও অন্যান্য মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায়। ১৫ ডিসেম্বর রাতে উপজেলার রাংচাপাড়া গ্রামে আশিকুর রহমানের ফ্ল্যাট বাড়িতে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি সঙ্ঘবদ্ধ ডাকাতদল স্বণালঙ্কার ও টাকাসহ মালামাল নিয়ে গেছে। একই রাতে চামিয়াদী গ্রামে ঘটেছে, অটোচুরির ঘটনা। ২৫ জানুয়ারী রাতে উপজেলার ভরাডোবা চান্দাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমানের বাসায় লোকদের অজ্ঞান করে একটি সঙ্ঘবদ্ধদল ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।  এর আগে ১২ ডিসেম্বর রাতে মাটির ব্যবসাকে নিয়ন্ত্রণে নিতে উপজেলার ভরাডোবায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে যুবদল নেতা আহত হয়েছেন। ১৪ ডিসেম্বর সকালে দুই গ্রæপের মাঝে জুট ব্যবসা নিয়ে সংঘর্ষে ২০- ২৫ জন আহত হয় এ সময় দুই গ্রæপের ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। একই ঘটনায় ভালুকা মডেল থানায় পৃথক ৩ টি মামলা হয়। আবু সাইদ বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা, মামলা নম্বর ১৪। অপরদিকে রাসেল বাদী হয়ে ২৭ জনকে আসামি করে অপর একটি মামলা, মামলা (নম্বর ১৬) করেন। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন, মামলা নম্বর ১৫। এ ঘটনায় উভয় গ্রæপের ৯ জনকে আটক করে পুলিশ।
এ ছাড়া গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন স্বামী-স্ত্রী। ১১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার হবিরবারি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার নূরুল ইসলামের বাসার তৃতীয়তলায় ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে। তাছাড়া একই দিন সন্ধ্যায় কাশড় এলাকায় সোনালি আক্তার নামের আরেক মিলশ্রমিক আত্মহত্যা করেন।
অন্যদিকে ভালুকায় ভ্যানচোরের ছুরিকাঘাতে সাকিব শিকদার (৩০) নামের এক পিকআপচালক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে ১১ ডিসেম্বর রাতে উপজেলার গৌরীপুর গ্রামে। এ সময় রুহুল আমীন নামে এক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
এর আগে ১২ নভেম্বর ভোর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকায় রাস্তায় ব্যারিকেট দিয়ে মাছের পাইকারদের দুই লাখ টাকা ও ৩ টি মোমাইল সেট ছিনিয়ে নেয়। ২৪ নভেম্বর উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের রেঞ্জ অফিসসংলগ্ন থেকে এক অজ্ঞাত লাশ উদ্ধার করেন ভালুকা মডেল থানা পুলিশ। তাছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপজেলার গাদুমিয়া এলাকা থেকে জাকির হোসেনের ১০ কেভি, নাজমুল হোসেনের ১০ কেভি ও আল-আমিনের সেচ প্রকল্পের ৫ কেভিসহ ৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
উপজেলার ভরাডোবা চান্দাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, ঘটনার রাতে তিনি অসুস্থ ছিলেন, ঘরের দরজা খোলায় অবস্থায় তাকে স্যালাইন দেয়া হচ্ছিলো। এ সময় ঘরের আলমিরা থেকে স্বর্ণলঙ্কার ও টাকা নিয়ে গেছে।
ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান জানান, যেসকল ঘটনায় অভিযোগ পেয়েছেন, ওই সব ঘটনায় মামলা হয়েছে এবং অনেক আসামি গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে, অন্যসব আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com