প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৬, ২০২১ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ

Spread the love

গফরগাঁও প্রতিনিধিঃ
গফরগাঁওয়ে বিদুৎতের তারে জড়িয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে । নিহত দুই যুবক হলেন একজন বিদুৎ মিস্ত্রি অপরজন স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে, রবিবার বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামে। জানা যায়, নিহতরা হলেন ভরভরা নামা পাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে স্কুল ছাত্র রামিম(১৩)একই গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে বিদুৎ মিস্ত্রি রাজিব(২২)। এলাকাবাসী জানায়, রবিবার বিকালে ভরভরা গ্রামের কাইয়ুম মিয়ার বাড়ির বিদুৎ সংযোগ লাইনের কাজ করতে গিয়ে বিদুৎতের তারে জড়িয়ে বিদুৎ মিস্ত্রি রাজিব তার পাশে থাকা স্কুল ছা্ত্র রামিমও বিদুৎতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। বিদুৎতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়া ময়না তদন্ত ছাড়াই লাম দাফন করা হয়েছে। উল্লেখ্য গফরগাঁওয়ে পিডিবি বিদুৎতের জড়িয়ে গত দুই মাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে। পিডিবির বিদুৎতের লাইন ঝুলন্ত ও অবৈধ্য লাইন থাকার কারনে বিদুৎতের তারে মৃত্যুর ঘটনা ঘটছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com