প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৪, ২০২১ সময়ঃ ৯:৪১ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

সিনিয়র সিটিজেনগণ দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। তিনি বলেছেন, সিনিয়র সিটিজেনদের ভূমিকার কারণেই আজ আমরা বর্তমান অবস্থায় আসতে পেরেছি।
শনিবার (৪ ডিসেম্বর ) বেলা ১১ টায় ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এসোসিয়েশনের নিজ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
তিনি আরও বলেন, সরকার দেশের প্রবীণ ব্যক্তিদের সিনিয়র সিটিজেন হিসেবে ষোষণা করেছেন। সিনিয়র সিটিজেনদের রাষ্টীয় মর্যাদা প্রদান ও উন্নয়নে এটা বর্তমান সরকারের একটি অসামান্য অবদান।
মেয়র সিনিয়র সিটিজেনদের সকল উদ্যোগে সাথে থাকার প্রত্যয় ঘোষণা করেন। তিনি বলেন, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনকে একটি নির্দিষ্ট ঠিকানা দিতে একখণ্ড জমি উপহার দিয়েছি। আজ সে জমিতে নির্মিত কার্যালয়ে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। এ অভিজ্ঞতা আনন্দের, এ অভিজ্ঞতা সম্প্রীতির। এ এসোসিয়েশনের অতীতের কার্যক্রমে যেমন সংশ্লিষ্ট ছিলাম, ভবিষ্যতেও থাকিবো।
ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল মান্নান পাঠানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ২৮, ২৯, ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, সিনিয়নর সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়শেনের সহ সভাপতি দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. হরিশংকর দাস, বিশিষ্ট সাংবাদিক প্রদীপ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।
মোট পড়া হয়েছে: ৭১০
সর্বশেষ খবর
- ভালুকায় ১১ জুয়াড়ি গ্রেফতার, খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার
- গফরগাঁওয়ে বিএনপির উদ্যোগে ৭ হাজার মানুষের গণইফতার
- প্রাথমিক বিদ্যালয়ে অর্জিত জ্ঞান শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
- ময়মনসিংহে সীম বানানোর কারিগর ৩ প্রতারক গ্রেফতার
- জুড়ীতে জায়ফর নগর ইউনিয়ন খোলাফত মজলিসের ইফতার মাহফিল