প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৫, ২০২৪ সময়ঃ ৭:৪৬ অপরাহ্ণ

Spread the love

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি।।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যশোরের নাভারন ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্কের বিষয়বস্তুু ‘শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোনের ব্যবহার শিক্ষার পরিবেশ ব্যাহত করে।’

রোববার (১৫ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ডাঃ তাসনীমা হাসান নাতাশা (উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজ অধ্যক্ষ লায়লা আফরোজা বানু।

বিতর্ক অনুষ্ঠানে পক্ষে বক্তব্য উপস্থাপন করছেন, এ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সুনহেরা, অহনা ও উম্মে তামিমা। প্রধান বক্তা এবং দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন, সুনহেরা। অপরদিকে বিপক্ষ দল হিসেবে বক্তব্য উপস্থাপন করেন, জান্নাতুল রাখি, সুমনা ও পাপিয়া। বিপক্ষ দলের প্রধান বক্তা এবং দলনেতা হিসাবে দায়িত্ব পালন করেন জান্নাতুল রাখি।

বিচারক প্যানেলে ছিলেন এ কলেজের ৩ জন শিক্ষক উপাধ্যক্ষ হরেন্দ্র কুমার ঘোষ, সহকারী অধ্যাপক
রবিউল ইসলাম ও সহকারী অধ্যাপক আব্দুল হক। বিতর্কে পক্ষের দল বিজয়ী হয়। বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ডাঃ তাসনীমা হাসান নাতাশা। #

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com