প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৯, ২০২৪ সময়ঃ ৮:৩২ অপরাহ্ণ
জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজারের জুড়ীতে নূরুল ইসলাম (৭৫) নামক এক কৃষকের ২টি বড় গরু, ১টি বাছুরসহ ৩টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে (১৮অক্টোবর) শুক্রবার দিবাগত রাতে জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের শিমূলতলা গ্রামে। জানা গেছে, কৃষক নূরুল ইসলামের বড় ছোট মিলে ৭টি গরু লালন পালন করে আসছিলেন। তন্মধ্যে ৩টি গরু গত দুই দিন যাবত অসুস্থ থাকা অবস্থায় ওই রাতে মারা যায়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। বাকি ৪টি গরুর আবারও সংকটাপন্ন বলে নূরুল ইসলাম জানান। সরেজমিন ওই বাড়িতে গিয়ে দেখা যায়, গোয়ালের মেঝেতে বাছুরসহ ৩টি গরুর নিথর দেহ পড়ে আছে। আর মালিকসহ পরিবারের লোকজন এ ক্ষতির ভাবনায় আহাজারি করছে। এ ছাড়া অসুস্থ বাকি ৪টি গরু নিয়ে ভাবনার শেষ নেই তার। খবর পেয়ে আশপাশের লোকজন কৃষক নূরুল ইসলামের বাড়িতে ভীড় জমা করেছেন এবং তার পরিবারকে শান্তনা দিচ্ছেন। এ ব্যাপারে গরুর মালিক নুরুল ইসলামের সাথে কথা হলে, তিনি জানান, ভবিষ্যতের উন্নতির আশায় গরুগুলি পালতাছি। এখন আমার সর্বনাশ হয়ে গেল। ভবিষ্যতের পথ অন্ধকার। এ ক্ষতি পুসিয়ে উঠতে তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা কামনা করছেন।