প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৭, ২০২৪ সময়ঃ ১০:১১ পূর্বাহ্ণ

Spread the love

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুব মহিলালীগের বহিষ্কৃত সভাপতি ইসরাত জাহান তনুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মুক্তাগাছা থানা পুলিশ তনুকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, মঙ্গলবার (১৫ অক্টোবর) পৌর শহরের থানা গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে হামলা ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুব মহিলালীগ নেত্রী তনু নানা কারণে নিজ এলাকার বিতর্কিত। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ ওঠার পর সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনে আত্মগোপনে চলে যান তনু। মঙ্গলবার প্রকাশ্যে এলেই তাকে গ্রেফতার করে পুলিশ।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, নানা বিষয়ে বিতর্কিত ছিলেন যুব মহিলা লীগের এই নেত্রী। তার বিরুদ্ধে থানায় ছাত্র-জনতার মিছিলে হামলা ও বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার করে তনুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com