প্রকাশিত হয়েছেঃ জুন ২৯, ২০২৪ সময়ঃ ৪:৩৯ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ শনিবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, গফরগাঁও আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমানের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ এস এম মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আজমত আলী আকন্দ ও যশরা ইউপির চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল প্রমূখ।

প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন। পাট চাষের সোনালী দিন ফিরিয়ে আনতে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাট চাষীদের ওই প্রশিক্ষণ দেওয়া হয়। পরে চাষীদের মধ্যে পাটের তৈরির ব্যাগ বিতরণ করা হয়।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com