প্রকাশিত হয়েছেঃ জুন ৮, ২০২৪ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।। 
আজ শনিবার (৮ জুন) সকালে ঢাকার মতিঝিলে সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে অনুষ্ঠিত ইসলামী গণতান্ত্রিক পার্টির সম্পাদক মন্ডলী এক সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় বাজেটে সুনির্দিষ্ট অঙ্গীকার নেই মন্তব্য করে বলেন, মাসের পর মাস চলছে উচ্চ মূল্যস্ফীতি। বিগত কয়েক বছর যাবত নিত্যপণ্যের দাম বাড়ছে অস্বাভাবিক হারে। জীবন যাত্রার প্রতিটি ক্ষেত্রেই বেড়ে চলেছে খরচ। এই চড়া মূল্যস্ফীতিতে অতি কষ্টে আছে নিম্ন আয়ের মানুষেরা।
সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি কমে আসার প্রবণতা সত্বেও বাংলাদেশে মূল্যস্ফীতি পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। ব্যাংক, শেয়ার বাজার সহ আর্থিক খাতের অবস্থাও নাজুক । আমদানি -রপ্তানির চাকাও ধীর। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে চলে এসেছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। বেড়েছে ঋণ পরিশোধের চাপ। সব মিলিয়ে ভালো নেই দেশের অর্থনীতি। এমনি দু:সময়ে অর্থমন্ত্রীর পেশকৃত নতুন বাজেটে স্বস্তির খবর কম। সঙ্কটের এই সময়েও গতানুগতিক বাজেট প্রস্তাবিত দিলেন অর্থমন্ত্রী, তাতে সঙ্কট কাটানোর পথ নির্দেশনা দিতে পারেননি।
এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ যাই হোক না কেন দূর্নীতি ও লুটপাট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আর বাজেটে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু, দক্ষ ও জনবান্ধব ব্যবহারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক জবাবদিহিতা।
দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, যূগ্ম মহাসচিব মাওলানা সামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, প্রচার সম্পাদক মাহমুদ সালেহীন খান প্রমুখ।
####

