প্রকাশিত হয়েছেঃ জুন ৬, ২০২৪ সময়ঃ ৮:৩০ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ভালুকায় সর্বোচ্চ ভোটে নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন মাহমুদা সুলতানা মুন্নি (পদ্মফুল)। তিনি ভোট পেয়েছেন ৮৯ হাজার ৩৮৪ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খাদিজা আক্তার (কলস) পেয়েছেন ২৯ হাজার ৭৩৬ ভোট। অপর পরাজিত প্রার্থী মোছা. শিউলী আক্তার পেয়েছেন ২৪ হাজার ১১৬ ভোট।
মাহমুদা সুলতানা মুন্নী একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। জন্মস্থান হবিরবাড়ী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড সীডস্টোর বাজারে সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এর পূর্ব পাশে। তার দাদার বাড়ি এবং পৈত্রিক ভিটা ৬ নম্বর ভালুকা ইউনিয়নের বাশিল গ্রামে। তিনি সমলা তাহের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ২০০৯ সালে। তারপর ২০১১ সালে ঢাকার মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০১১-২০১২ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হন। ২০১৬ তে অনার্স এবং ২০১৭ তে মাস্টার্স শেষ করের তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক ছাত্রী হিসেবে থেকে। অত্যন্ত কৃতিত্বের সাথে শিক্ষাজীবন শেষ করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com