প্রকাশিত হয়েছেঃ জুন ৫, ২০২৪ সময়ঃ ৯:৪৩ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে গফরগাঁও উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়েছে। কোন কেন্দ্র থেকে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটার উপস্থিতি ছিল কম।
গতকাল বুধবার উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও ভোট গ্রহন হয় শান্তিপূর্ণ পরিবেশ। সরেজমিন ঘুরে দেখা গেছে,কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। দুপুর ১টায় পূর্ব গফরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে কথা হয় প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল আউয়াল শেখের সঙ্গে। তিনি জানান, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ হাজার ৮০৮ জন ভোটারের মধ্যে প্রায় ১হাজার ৩শ’ জন ভোটার ভোট দিয়েছেন। আঠারদানা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ফজলুল হক জানান, এ কেন্দ্রে ২ হাজার ৯১১জন ভোটারের মধ্যে দুপুর ১২ টা পর্যন্ত ৬৯০ ভোটার ভোট দিয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহমেদ (পালকী প্রতীক) বলেন, প্রায় সব কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। ফলাফল যাই হোক মেনে নিব। উপজেলা চেয়ারম্যান প্রার্থী আফজালুর রহমান (মোটরসাইকেল) দুপুরে হাতিখলা কেন্দ্রে বলেন, ’ভোটের শান্তিপূর্ণ পরিবেশ ও সুষ্ঠু নির্বাচনে আমি সন্তুষ্ট ’।
সহকারি রিটানিং অফিসার ও ইউএনও রুবাইয়া ইয়াসিন জানান,নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য প্রশাসনের পক্ষ হতে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়ে ছিলো।
উপজেলার ১১৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল ৩ লাখ ৮৭ হাজার ৭৬ জন। এ উপজেলায় তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন প্রার্থী। গফরগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com