প্রকাশিত হয়েছেঃ জুন ৪, ২০২৪ সময়ঃ ১১:১১ অপরাহ্ণ

Spread the love
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দুইবারের অভিজ্ঞতা নিয়ে অন্য তিনজনের চেয়ে এগিয়ে আছেন দুই মেয়াদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা নারী নেত্রী রেশমা আক্তার। আগামী ৫ জুন, বুধবার অনুষ্ঠিতব্য গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে তিন নবীন প্রার্থীকে পেছনে ফেলে ভোটের মাঠে জনমত জরিপে এগিয়ে আছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেশমা আক্তার।
গফরগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষিকা মিনা বেগমের মতে,’পুরান চাল ভাতে বাড়ে’ এজন্য রেশমা আক্তার অন্যদের চেয়ে এগিয়ে রয়েছে। অভিজ্ঞতা, শিক্ষা দীক্ষা, সামাজিকতায় একজন নারী নেতৃকে মূল্যায়ন করে ভোটাররা তাদের সুচিন্তিত রায় দিবেন। জন প্রতিনিধি হিসেবে গণমানুষের কতটা কাছাকাছি ছিলেন এমন বিষয় তুলে ধরে একজন শ্রমজীবি নারী রহিমা বেগম বলেন, বিগত করোনার সময় মানুষের হাহাকার,আর্তনাদ যারা শোনেছেন আর আমাদের জীবন বাঁচানোর জন্য যারা চাল,ডাল,ওষুধের যোগান দিয়েছে এইবার তাদের পাশে আমরা আছি। এধরনের নানা বিষয় উঠে আসে নির্বাচনী প্রচারনা এবং ভোটের ময়দানে।
জানা যায়, রেশমা আক্তার রাজনীতিতে এসেছেন ছাত্রজীবনে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মোমিনুন্নেসা কলেজে এইচএসসিতে ভর্তি হয়ে রাজপথের সাথে প্রথম পরিচয় হয় সিনিয়রদের সাথে মিছিল মিটিংয়ে অংশ নিয়ে। নব্বইয়ের দশকে তখন উত্তাল রাজনীতির ময়দান। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের লড়াই সংগ্রামের পরীক্ষীত সৈনিক এই রেশমা আক্তার সংসারী হয়ে যোগ দেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে। প্রথমে তৃণমূল পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী সদস্য নির্বাচিত হন।
এক এক করে যুব মহিলা লীগ,আওয়ামী লীগ হয়ে ২০১৮ সালে এসে থিতু হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগে। দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের। একই সাথে তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিগত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম অংশগ্রহণ করে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং পরের নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। কন্যা,জায়া,জননী হয়ে আজো রয়েছেন রাজনীতির ময়দানে। এসব নানা বিষয় বিবেচনা করে ভোটাররা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দুইবারের অভিজ্ঞতা সম্পন্ন এই নারী ভাইস চেয়ারম্যানকে বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। রেশমা আক্তার সাংসারিক জীবনে তিন সন্তানের জননী। স্বামী আক্তার হোসেন নিজেও রাজনীতির মানুষ। আওয়ামী লীগের রাজনীতির সাথে এই পরিবার ওতোপ্রোতোভাবে জড়িত। প্রয়াত এমপি মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের আস্থাভাজন নারী নেত্রী হিসেবে ফাহমী গোলন্দাজ বাবেল এমপিও খুবই আস্থাভাজন  রেশমা আক্তারের স্বামী আক্তার হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা।
একসময়কার তুখোড় নাট্য অভিনেতা হিসেবেও সুপরিচিত এই আক্তার হোসেন।
নির্বাচনে ভোটাররা নানা সমীকরণ মেলানোর পর নিজের অবস্থান ব্যক্ত করেন।
এবারে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন চারজন। তাদের মধ্যে রেশমা আক্তার (প্রজাপতি), শাহনাজ পারভীন (পদ্মফুল), নুর জাহান সিরাজী ববি (কলস), রেহনুমা তারান্নুম দিতি (ফুটবল) প্রতীকে নির্বাচন করছেন।
এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ্য প্রার্থী রেশমা আক্তার যেমন বিভিন্ন শ্রেণি পেশার নারীদের পছন্দ তেমনি পুরুষ ভোটারও তুলনামূলক ভাবে সফল এই নারী নেতৃর উপর আস্থা রাখছেন।  উপজেলার প্রান্তিক কৃষক আব্দুল আজিজ বলেন, সার,বীজ,সেচ সুবিধার জন্য কৃষকদের হয়রানি বন্ধ করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন রেশমা আক্তার। তিনি আমাদের কাছে যোগ্য প্রার্থী। এছাড়াও রেশমা আক্তার কাজ করেছেন নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুকবিরোধী আন্দোলন, শিশু নির্যাতনরোধ, নারী উদ্যোক্তাদের উদ্দীপনায়, প্রতিবন্ধীদের সহায়তা এবং অসহায় ও দুঃস্থ নারীদের পাশে থেকে ভূয়সী প্রশংসা পেয়েছেন।
নাগরিক সমাজের ভাবনা এই নির্বাচনে সুশাসন প্রতিষ্ঠায় ও নারীর ক্ষমতায়নে এই উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষ ও যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবেন।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com