প্রকাশিত হয়েছেঃ জুন ২, ২০২৪ সময়ঃ ৯:১২ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা সদরের সুতিয়া নদী থেকে উদ্ধার হওয়া লাগেজবন্দি খন্ডিত মরদেহটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভের। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।

তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইগবাজ ইউনিয়নের তারাটি গ্রামে। তার বাবার নাম ইউসুফ আলী।তবে নিহত সৌরভ পরিবারের সঙ্গে ঢাকার উত্তরা এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

রবিবার (২ জুন) সকাল ১০টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার মনতলা এলাকা ব্রীজের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরেদেহটি উদ্ধার করে। পুলিশ, ডিবি, পিবিআই, সিআইডি ঘটনাস্থলে যৌথভাবে কাজ করছে। ট্রলি ব্যাগটির ভেতরে মাথা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় আলাদা পলিথিনে মোড়ানো ছিল মরদেহটি।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। ধারনা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সৌরভকে অন্য কোনো জায়গায় হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com