প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২, ২০২১ সময়ঃ ৩:২৫ অপরাহ্ণ

Spread the love

জহিরুর কাদের কবির, ত্রিশালঃ
ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মমার্ন্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার খরখরিয়া এলাকার আজিজুল হকের ছেলে ফিরোজ মিয়া (৩২) ও জিহাদ আহমেদ (২৫)। এদের মধ্যে জিহাদ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বিসিএস দেয়ার জন্য ঢাকায় তার ভাইয়ের বাসায় গিয়েছিলেন। অপরদিকে ফিরোজ মিয়া গাজিপুরের নয়নপুরে চাকরী করতেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীরশিমলা দুলালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইনউদ্দিন বলেন, সকালের দিকে গাজিপুর থেকে মোটরসাইকেল যোগে জামালপুরের নিজ বাড়িতে ফিরছিলেন দুই ভাই ফিরোজ মিয়া ও জিহাদ আহমেদ। পথিমধ্যে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীরশিমলা দুলালবাড়ি এলাকায় আসতেই পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এঘটনা আইনগত ব্যবস্থা নেয় হবে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com