প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৯, ২০২৪ সময়ঃ ৭:৪৮ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় প্রচন্ড তাপদাহে পরপর দুই দিনে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে অসুস্থ হয়েছেন দুই শিক্ষার্থী। গতকাল সোমবার সকালে ভালুকা ফাযিল মাদরাসায় দ্বিতীয় পিরিয়ডে এবং আগের দিন রোববার সকালে ভরাডোবা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী অসুস্থতার ঘটনা ঘটে। এই দিন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনার পরপরই মাদরাসাটি ছুটি দিয়ে দেয়া হয়।
মাদরাসা সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে উপজেলা পূর্বভালুকা ফাযিল মাদরাসায় দ্বিতীয় পিরিয়ড চলার সময় ৮ম শ্রেণির ছাত্রি নূর আক্তার (১৩)  তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দুই সহপাটি তাকে অফিসে নিয়ে যান। শিক্ষকরা মেয়েটির অবস্থা দেখে মাথায় পানি দেন। এতে কিছুটা স্বস্থিবোধ করলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এই ঘটনার পর শিক্ষার্থীদের দাবিতে মাদরাসাটি ছুটি দিয়ে দেয়া হয়।এর আগের দিন রোববার তীব্র গরমে উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহী আক্তার (১২) শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পড়ে।পরে মাথায় পানি দিয়ে অভিভাবকের হাতে তুলে দেয়া হয়।
উপজেলায় তীব্র তাপদাহের ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি ৫০ শতাংশের নিচে নেমে গেছে বলে জানিয়েছেন ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন মোঃ মোস্তাফিজুর রহমান।
ভালুকা ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম সুরুজ মিয়া বলেন, তিনি উপজেলার সমন্বয় সভায় ছিলেন। সভা শেষে শ্রেণি কক্ষে শিক্ষার্থীর অসুস্থার বিষয়টি জানতে পেরেছেন। পরে শিক্ষার্থীর খোঁজ নেয়া হয়েছে এবং সুস্থ আছে। পঞ্চম পিরিয়ডের পর মাদরাসা ছুটি দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com