প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৫, ২০২১ সময়ঃ ১২:৫৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুল আহাদ (৩০) নামে আরো এক প্রবাসী যুবক সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
রোববার (২৪ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় ১২টায় এবং বাংলাদেশী সময় বিকাল ৩ টায় দিকে আবা সিটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচা ফারুক মিয়া এ খবরটি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল আহাদ গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের জালেশ্বর গ্রামের আলম মিয়ার ছেলে।
নিহতের চাচা ফারুক মিয়া জানান, তার ভাতিজা আব্দুল আহাদ গাড়ির চালক ছিলেন। ৬ বছর আগে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিদেশে পাড়ি জমান। রোববার সৌদি আরব সময় বেলা ১২টায় বাংলাদেশী সময় বিকাল ৩ টায় দিকে সৌদি আরবে আবা সিটি সড়কে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই আব্দুল আহাদ নিহত হন। এই মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।