প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৪, ২০২১ সময়ঃ ৫:২৫ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন ,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ১ টি চোরাই গরু সহ ৩ জন চোর গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ,আনোয়ারুল ইসলাম (৩৫),মোঃ এবাদুল মোল্লা (২৭), আকাশ রাজবংশী (১৯)।
রোববার (২৪ অক্টোবর) ভোররাতে তারাকান্দা উপজেলার ধলিরকান্দা এলাকা হতে স্থানীয় জনগণের সহায়তায় তারাকান্দা থানা পুলিশ কর্তৃক ১টি চোরাই গরুসহ তাদের গ্রেফতার করে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান , উপজেলার ধলিরকান্দা এলাকা হতে গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনগণ একটি গরু সহ তাদের কে হাতেনাতে আটক করে ভোররাত্রে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ একটি চোরাই গরুসহ তিন চোর , তারাকান্দা উপজেলার ধলিরকান্দা গ্রামের বাবর আলীর পুত্র আনোয়ারুল ইসলাম (৩৫), বরিশাল জেলার উজিরপুর থানার সাতলা গ্রামের মজিবুল মোল্লার পুত্র মোঃ এবাদুল মোল্লা (২৭), ঢাকার তুরাগ থানার দৌড় বেরিবাধ গ্রামের নিতাই রাজবংশীর পুত্র আকাশ রাজবংশী (১৯) কে আটক করে থানায় নিয়ে আসে ।
আসামিদেরকে গ্রেফতার পূর্বক মামলা রুজু করে রোববার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মোট পড়া হয়েছে: ৩১১