প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৭, ২০২৩ সময়ঃ ১০:১৯ অপরাহ্ণ

Spread the love
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আাসামী আব্দুল হককে ১০ বছর পর গ্রেফতার  করেছে থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার পাইথল গ্রাম থেকে গোপন সংবাদে ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হক ২০১২ সালে গয়েশপুর খাদ্যগুদামে হামলা চালিয়ে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদাল হোসেনকে মারধর করে চাল লুট করে নেয়। এ ঘটনায় থানায়  মামলা দায়েরর পর থেকে সে পলাতক ছিল।দীর্ঘদিন পলাতক থাকায় ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ আব্দুল হককে ২বছরে সাজা প্রদান করে।
পাগলা থানার ওসি রাজু আহাম্মদ জানান, আসামী আব্দুল হককে আজ মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com