প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৬, ২০২৩ সময়ঃ ৪:৪৭ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব: ফসল, গবাদি পশু, মাছ উৎপাদনে কৃষকের করণীয় শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের  মাৎস্যবিজ্ঞান অনুষদীয় সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী ।

মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. মোঃ আবুল মনসুর এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , এমসিসিএ প্রকল্পের কো-অর্ডিনেটর ড. যতীশ চন্দ্র বিশ্বাস এবং প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। গবাদি পশু পালনের ক্ষেত্রেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে পারে এমন জাত বাছাই করতে হবে এবং সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। সবার সচেতনতার মাধ্যমেই আমরা আমাদের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারব।
প্রকল্পের উপ-প্রধান সমন্বয়কারী ড. দেবাশিস চন্দ্র আচায্য এর সঞ্চালনায় প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক, ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. এ. কে. শাকুর আহম্মদ,  মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর, বশেমুরকৃবির ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. মুর্শেদুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ পরেশ চন্দ্র দাশ। এছাড়াও প্রশিক্ষণে প্রকল্প সংশ্লিষ্ট এমএস ও পিএইচডি ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে ফসল, গবাদি পশু, মাছ উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা উত্থাপন করেন এবং রিসোর্স পার্সনগণ সম্ভাব্য সমাধান প্রদান করেন। উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় ময়মনসিংহ অঞ্চলের ৭০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com