প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৯, ২০২৩ সময়ঃ ৪:২১ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমন বীজ ধানের চারা রোপন-২০২৩ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।

বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার আয়োজনে আমন বীজ ধানের চারা রোপন উদ্বোধন করেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।

খামার ব্যবস্থাপনা শাখার প্রধান খামার তত্ত্বাবধায়ক প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বাকৃবি কৃষি শিক্ষার আঁতুড় ঘর। বাংলাদেশের কৃষিকে আরো আধুনিক এবং মেকানাইজড করে খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধির দিকে ধাবিত হতে হবে। বিশেষ করে ধানের বীজ রোপন থেকে ধান কাটার সময় নতুন প্রযুক্তির ব্যবহার করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আরও অধিক চিন্তা এবং চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, ট্রেজারার জনাব মোঃ রাকিব উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলামসহ খামার ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com