প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৬, ২০২৩ সময়ঃ ৯:১১ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ বিভাগীয় সদরদপ্তর স্থাপনের লক্ষ্যে নির্ধারিত স্থান পরিদর্শন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।

রোববার (১৬জুলাই) বিকাল ৪ টায় ময়মনসিংহ বিভাগীয় সদরদপ্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

এসময়ে উপস্থিত ছিলেন জনাব ফরিদ আহমদ, পরিচালক, স্থানীয় সরকার, জনাব তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরপ্রধানগণ ও জেলা প্রশাসন, ময়মনসিংহে কর্মরত কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, প্রকল্পের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে ৯৪৫.২২ একর ভূমি অধিগ্রহণ, ২.৩১ লাখ ঘনমিটার ভূমি উন্নয়ন, ৪ হাজার ২১৪ মিটার মাস্টার ড্রেন, ১৪ হাজার ৯১৩ মিটার সীমানা দেয়াল ও গাইড ওয়াল, ২২ হাজার ৮২৪ বর্গমিটার অভ্যন্তরীণ রাস্তা, ১ হাজার ১৮০ মিটার বাঁধ নির্মাণ অন্যতম।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com