প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৮, ২০২৩ সময়ঃ ৭:৩৩ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”
প্রতিপাদ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (২৮ এপ্রিল) র‍্যালিটি সকাল ৯ টায় ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা ও দায়রা জজ আদালত কার্যালয় এসে শেষ হয়। পরে উক্ত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও আলোচনা সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মমতাজ পারভীন , সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, ময়মনসিংহ । এ সময় আরো উপস্থিত ছিলেন বিচার বিভাগের কর্মকর্তাগণ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ, জনপ্রতিনিধিগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com