প্রকাশিত হয়েছেঃ মার্চ ১, ২০২৩ সময়ঃ ২:১৫ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন,২৮ ফেব্রুয়ারী ২০২৩, ময়মনসিংহ।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, ৫২ এর ভাষা আন্দোলনের পথ ধরে আমরা ৭১ এর মহান স্বাধীনতা পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে নেতৃত্ব দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন৷
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় ভালুকা উপজেলা পরিষদ চত্বরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ৮ দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গুণী মানুষ যারা রয়েছেন, যাদের আত্মত্যাগে আমরা আজ স্বাধীন দেশে নিজের ভাষায় কথা বলতে পারছি, তাদের জীবনীকে জানতে হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ময়মনসিংহের কৃতি সন্তান ভাষা সৈনিক মোস্তফা আব্দুল মতিন স্মরণে পাঠাগার, ভাষা সৈনিক এম শামসুল হক স্মরণে মুক্তমঞ্চ, জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলাম স্মরণে একটি চত্বর ইত্যাদি উদ্যোগ নেওয়া হয়েছে।
মেয়র আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সকল সূচকে এগিয়ে উন্নয়নশীল দেশে উন্নিত হয়েছে। এ সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সজাগ থাকতে হবে। মহান স্বাধীনতা ও ভাষা আন্দোলনের চেতনাকে প্রজ্বলিত রাখতে হবে, যেন স্বাধীনতা বিরোধীরা মাথা তুলে দাঁড়াতে না পারে।
ভাষা সৈনিক মোস্তফা আব্দুল মতিন স্মৃতি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে সংসদ সদস্য মনিরা সুলতানা মনির সভাপতিত্বে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, ভালুকা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com